ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে রকিবুল ইসলাম নামে এক ঢাবি শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার সকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট চলাকালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভবনের এক নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে ‘বি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক মূল প্রবেশ পত্রের ছবির সাথে গড়মিল দেখতে পেলে তাকে আটক করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) প্রণব কুমার ঘোষ তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রণব কুমার ঘোষ জানান: ১৮৬০ এর ১৮৮ ধারায় এ রায় প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নির্দেশনা ছিল তা সে অমান্য করেছে। আদালতকে বারবার মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এজন্য তাকে ৬ মাসের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ‘তার অ্যাটিচিউড ছিল অন্যান্য চক্রদের নিয়ে দাঙ্গা ঘটানোর। তার সঙ্গে অনেক বড় চক্র জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার ফেসবুক মেসেঞ্জার থেকে অনেক তথ্য পেয়েছি। সে চেষ্টা করেছিল তার বয়স ১৮’র নিচে রাখার জন্য যাতে সে কিশোর অপরাধী হিসেবে কম সাজা পায়। তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের অনেকে জড়িত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি জড়িতদের আটকের চেষ্টা চলছে।’ জালিয়াতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান (১৯) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।