ভালো ফলাফল শিক্ষার মানদন্ড নয়
মোহাম্মদ হোসেন( ফেসবুক থেকে)-আপনার সন্তান জিপিএ ৫ পায়নি । লজ্জা বোধ করছেন? কিন্তু কেন? জিপিএ ৫ কি জ্ঞানের মানদণ্ড ? মোটেই না। এটা হলো একটা সিলেবাসের মানদণ্ড। জীবন সিলেবাস না। জীবন বড় একটা ক্যানভাস । মাত্র তো আঁকতে শুরু করলো। ছবিটা শেষ হতে দেন। শেষ হলেই না বুঝবেন- কেমন হলো। পাশের বাড়িতে মিষ্টি খাওয়া হচ্ছে। আপনার বাড়িতে না কেন। সে যতটুকুই অর্জন করেছে, তার জন্য বাহবা দেন। যারা জিপিএ ৫ পেয়েছ, তাদের অভিনন্দন। যারা পাননি তাদেরও। মা-বাবারা দয়া করে প্রেশার তৈরি করবেন না। মেধা অন্য জিনিষ। পরীক্ষার খাতা সব মেধা নির্ণয় করতে পারে না। আপনার সন্তান- আপনিই নির্ধারণ করেন- আপনার সন্তান মানবিক কিনা? সত্যবাদী কিনা, বিনয়ী কিনা। এসবের প্রয়োগ আছে কিনা । এগুলোও জ্ঞান। সে যদি মানুষ হিসেবে উত্তম না-ই হলো , জিপিএ ৫ দিয়ে কী হবে । ৫ না পেলে, তাকে গাছ লাগাতে বলেন। সবুজে-সবুজে ভরে উঠুক আঙ্গিনা। আপনার সন্তান সেখানে বসুক। আপনি বসুন। পাখির গান শুনুন। জীবন অনেক সুন্দর। সরল সমীকরণ ভাল। লোক দেখানো সমীকরণ না। জিপিএ ৫ একটা হিসাব। জীবন কোন হিসাব না। আপনি বুঝুন। সন্তানকেও বুঝতে দেন। মানবিকতাই হচ্ছে বড় শিক্ষা। তার উপরে নাই।