মইনুল হক কলেজে ছাত্র সংঘর্ষ আহত ৭
সদর উপজেলার জয়নগর এলাকার মইনুল হক কলেজে সেশন ফি নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় ৭ ছাত্র আহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আল জাহান পাঠান, মোশাররফ শাহ ও রবিন আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা জানায়, সদর উপজেলার মইনুল হক কলেজে দ্বিতীয় বর্ষের সেশন ফি ২৫০০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বোরো ফসলের ক্ষয়ক্ষতির কারণে ফি’র পরিমাণ এক হাজার টাকা নির্ধারণের দাবি জানায় ছাত্ররা। ছাত্রদের দাবির সঙ্গে কলেজের অধ্যক্ষও সহমত পোষণ করায় ২৫০০ টাকা ফি দিতে অপরাগতা জানায় শিক্ষার্থীরা। এ নিয়ে কলেজের প্রতিষ্ঠাতার আত্মীয়-স্বজন ও শিক্ষার্থীদের মধ্যে শনিবার বিকাল ৩ টায় বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগের ব্যাপারে কলেজের প্রতিষ্ঠাতা মইনুল হক বলেন,‘ কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের উস্কানী দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। কমিটির সিদ্ধান্তেই ২৫০০ টাকা নেওয়া হচ্ছে। কিছু শিক্ষার্থী জোর করে ১০০০ টাকা দিতে চাইলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় আমার আত্মীয়-স্বজন কেউ জড়িত নয়।’
কলেজের অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘সেশন ফি কমানোর দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। এ নিয়ে ছাত্রদের সঙ্গে প্রতিষ্ঠাতার আলোচনার এক পর্যায়ে প্রতিষ্ঠাতার আত্মীয় স্বজনরা ছাত্রদের ওপর হামলা চালায়। পরে শিক্ষার্থীরাও পাল্টা হামলা চালায়। এতে ৭/৮ জন ছাত্র আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’ সদর থানার মো. মোহাম্মদ শহিদুল্লাহ বলেন,‘ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ না হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’