মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছে জাতীয় পার্টির!
আবার আলোচনায় এরশাদ এবং তার দল। তারা মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রাতে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের সভাপতিত্বে পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বিএনপি হারিয়ে গেছে। এখন দেশের মানুষের কাছে একমাত্র ভরসার জায়গা জাতীয় পার্টি। তাই পার্টির উচিত মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখা। এ সময় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ এরশাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকায় জাতীয় পার্টির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রশ্ন দূর করতে সরকার থেকে জাতীয় পার্টিকে বেরিয়ে আসতে হবে। বৈঠকে উপস্থিত বেশিরভাগ সংসদ সদস্য এরশাদ ও রওশন এরশাদের এ বক্তব্যের প্রতি সমর্থন জানালেও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দ্বিমত পোষণ করেন।
তিনি বলেন, সরকার থেকে জাতীয় পার্টির বেরিয়ে আসার সময় এখনো হয়নি। তবে এনিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা, তাদের মতে এটা এরশাদের নতুন নাটক। ইতোপূর্বে তিনি এধরনের অনেক কথা বললেও পরে চুপষে যান। আবার কেউ কেউ বলছেন এটি জাতীয় নির্বাচনের একটি ইঙ্গিত। নির্বাচন হয়তোবা আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হতে পারে। আর এরশাদ এ বিষয়টি মাথায় নিয়েই এমন সিদ্ধান্তের কথা প্রচার শুরু করেছেন।