মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য আসছে নাইকির হিজাব

মুশাহিদ মিশু –  মুসলিম নারী অ্যাথলেটদের কথা মাথায় রেখে অনন্য উদ্যোগ নিয়েছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। মুসলিম নারীদের জন্য হিজাব আনছে প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই ‘নাইকি প্রো হিজাব’ নামে বাজারে পাওয়া যাবে এই হিজাব। জানা যায়, গেল এক বছর ধরে ‘নাইকি প্রো হিজাব’ নিয়ে গবেষণা চালিয়ে আসছে শীর্ষস্থানীয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি। সাড়াও মিলেছে বেশ। ইতিমধ্যে বিশ্বের সব খ্যাতিমান নারী ক্রীড়াবিদরা একে স্বাগত জানিয়েছেন। তাদের মধ্যে একজন ফিগার স্কেটার জাহরা লারি, যিনি সুবিধাজনক এই হিজাব ব্যবহার করতে আগ্রহী।

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য উইন্টার অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন লারি। জানান, অলিম্পিকের এই আসরেই হয়তো নাইকি প্রো হিজাব পড়ে অংশ নেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নাইকির হিজাবটি পড়ে ইতিমধ্যে ছবিও পোস্ট করেছেন সংযুক্ত আরব আমিরাতের এই নারী ক্রীড়াবিদ। নাইকির পক্ষ থেকে জানাও হয়েছে, নাইকি প্রো হিজাব টুপির মতো, খুব সহজে পরিধান করা যাবে। হালকা, স্থিতিস্থাপক কাপড় দিয়ে তৈরি এটি। ছোট ছোট ছিদ্র থাকায় সহজেই এর মধ্যে বাতাস প্রবেশ করবে এবং শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা হবে না। এছাড়া এই হিজাবকে টেনে সম্প্রসারিত করা যাবে এবং ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থা ফিরে যাবে। তিনটি রং নিয়ে বাজারে আসছে এই নাইকি প্রো হিজাবটি। কালো, ধূসর ও অবসিডিয়ান এই তিন রঙে পাওয়া যাবে এটি। আগামী বছরের মধ্যে বিক্রির জন্য বাজারে চলে আসবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ 

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ 

পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন নারী ফুটবলার রাজিয়া   

পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন নারী ফুটবলার রাজিয়া   

মার্চে আসছে শ্রীলঙ্কা, সিলেটে ৩ টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট

মার্চে আসছে শ্রীলঙ্কা, সিলেটে ৩ টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট