যুদ্ধাপরাধ মামলার আসামি ইসহাকের মৃত্যু
যুদ্ধাপরাধ মামলার আসামি ইসহাক আলী (৭০) রবিবার সন্ধ্যায় মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি যুদ্ধাপরাধের অভিযোগে মামলায় বিচারাধীন ছিলেন। তিনি নওগাঁ সদরের আব্দুল কাদেরের ছেলে। কেরাণীগঞ্জ কারাগারের কারারক্ষী মোমিনুল ইসলাম জানান, ইসহাক আলী রবিবার বিকেলে কারাগারে অসুস্থবোধ করলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি মারা যান। ইসহাক আলী নানা রোগে আক্রান্ত ছিলেন।উল্লেখ্য, নওগাঁ থেকে গত বছরের ১০ ফেব্রুয়ারি নাশকতার মামলায় ইসহাক আলীকে গ্রেফতার করা হয়। পরে যুদ্ধাপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে ইসহাকসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ইসহাকসহ অন্য আসামিদের বিরুদ্ধে নওগাঁয় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।