যুবলীগ নেতা চপলের মুক্তির দাবীতে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ
তাহিরপুরে বিক্ষোভ মিছিল-
হাওররক্ষা বাঁধের কাজে অনিয়মের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় সুনামগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও ব্যবসায়ী খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তাহিরপুর উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে তাহিরপুর সদর বাজার দলীয় কার্য্যলয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তারা খায়রুল হুদা চপলের উপর দুদকের দায়েরকৃত মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যায়িত করে দ্রুত তার মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবি জানান। সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি সিরাজুল হক শাহ,সাধারন সম্পাদক আজিজুল হক,উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম,রাজন চন্দ,উপজেলা মৎস্যজীবীলীগ সহ-সভাপতি একরামুল হুদা,দক্ষিন শ্রীপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল ওদুদ প্রমুখ।
জামালগঞ্জ-
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের উপর থেকে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে জামালগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ করেন যুবলীগের নেতৃবৃন্দ। জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনসুর আলম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, আবুল হোসেন,যুবলীগ নেতা বদিউজ্জামান বদি,হাবিব গনি চৌধুরী,রুবেল আহমেদ,নেছার আহমেদ,সেচ্ছা সেবক লীগ নেতা আনফর আলী টুক্কু,ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজীব ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ছয়টি জেলার হাওর এলাকায় ফসল ডুবির ঘটনা ঘটছে। আওয়ামীলীগের একটি হাইব্রিড চক্ররা অন্য ৫টি জেলার কোন ঠিকাদারকে আসামী না করে সুনামগঞ্জের ঠিকাদারদের উপর মামলা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এছাড়া পিআইসির উপর কোন মামলা করেনি দুদক। বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীদের ইঙ্গিতে যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বারের সভাপতি এফবিসিসিআইয়ের পরিচালক খায়রুল হুদা চপলকে আসামী করে দুদক। আওয়ামী যুবলীগের সাংগঠনিক অবস্থান দুর্বল করতেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে আসামী করা হয়েছে। যদি অবিলম্বে তাকে মুক্তি দেয়া না হয় তাহলে রাজপথে কঠোর আন্দোলন কর্মসুচি দেয়ার ঘোষণা দেন বক্তারা।
উল্লেখ্য, সুনামগঞ্জের ফসল ডুবির ঘটনায় দায়ের করা মামলায় গত ১৫ আগষ্ট রাত ১২ টায় ঢাকা থেকে খায়রুল হুদা চপলকে গ্রেপ্তার করে দুদক।
জগন্নাথপুর
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ সভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, যুবলীগ নেতা ইব্রাহিম আলী, বকুল গোপ, আবদুল লতিফ, কবির আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, বাবু চৌধুরী, রাসেল আহমদ, আবদুল আহাদ, শিশু মিয়া, কামরুল বক্স, সেলিম আহমদ, তখলিছুর রহমান তালুকদার, আক্তার হোসেন, মাজু আহমদ প্রমূখ।
দিরাই যুবলীগের বিক্ষোভ-
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে দিরাই যুবলীগের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিরাই উপজেলার থানা পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেন্টিতলায় এক প্রতিবাদ সভা মিলিত হন বিক্ষোভকারীরা। উপজেলা যুবলীগ নেতা মারফত মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রুহুল আমীন শুভের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও দিরাই উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকসদ আলম, যুবলীগ নেতা মো. একরার হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, হারুনুর রশিদ হারুন, রেজাউল করিম, এহসান মিয়া, বজলু মিয়া, শামীম আহমেদ, খালেদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ মিয়া, শাহিন আহমদ, রাসেল আহমদ, মিশন মিয়া, মুরাদ মিয়া, তুহিন মিয়া, ফরহাদ মিয়া, ছাত্রলীগ নেতা ওমর ফারুক তপু, রায়হান প্রমুখ।
বক্তারা প্রতিবাদ সভা থেকে অবিলম্বে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জের জিমিয়ে পড়া যুবলীগকে নিজের মেধা পরিশ্রক কাজে লাগিয়ে উজ্জবিত করেছেন এই তরুণ যুবলীগ নেতা। যার নেতৃত্বে আজ সমগ্র সুনামগঞ্জ যুবলীগ ঐক্যবন্ধ। নেতৃবৃন্দ অবিলম্বে সকল ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে সুনামগঞ্জ যুবলীগের জনপ্রিয় নেতা খায়রুল হুদা চপলকে মুক্তি প্রদানের জোর দাবী জানান অন্যতায় দিরাই যুবলীগ পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।