সফররত ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সম্মানে আগামীকাল সোমবার (০৯ অক্টোবর) প্রাতঃরাশের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হোটেল সোনারগাঁওয়ে  সকালে এ আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, প্রাতঃরাশের পর রাম মাধবের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ নেতারা।  নদী বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার ঢাকায় আসেন রাম মাধব। এদিন তিনি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নদী বিষয়ক দুই দিনের ওই উৎসবের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

সোমবারের ওই প্রাতঃরাশে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক উপস্থিত থাকবেন।   এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ছাড়াও সভাপতিমণ্ডলীর আরও কয়েক সদস্য যোগ দেবেন বলে জানা গেছে। প্রাতঃরাশের পর তারা বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করবেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn