লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
নিউজ ডেস্ক: বৃটেনের নির্বাচন নিয়ে হাই কমিশনের এক কর্মকর্তার লেখা একটি নিবন্ধের বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মাদ নাজমুল কাউনাইনকে তলব করা হয়েছে। বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে গত মঙ্গলবার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির ঢাকার একটি পত্রিকায় ‘এ লেবার উইন অন দি কার্ডস’ শীর্ষক একটি নিবন্ধ লিখেন। যাতে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এবং তার দল কনজারভেটিভ পার্টি নিয়ে নেতিবাচক মন্তব্য ছিল। একই সঙ্গে বিরোধী দল নেতা জেরেমি করবিনের ঢালাও প্রশংসা ছিল। ওই নিবন্ধে লেবার পার্টি জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। সূত্র জানায় তলবের জবাবে রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন লেখার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন।