শ্রীমঙ্গলে ট্রাক উল্টে ঢাকা-মৌলভীবাজার সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-মৌলভীবাজার সড়কে চলন্ত ট্রাক উল্টে সকাল সাড়ে ৯টা থেকে মৌলভীবাজারের সাথে ঢাকা ও চট্টগ্রাম রোডে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। শ্রীমঙ্গল থানার এস আই রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে শ্রীমঙ্গল কাকিয়ার বাজার এলাকায় ঢাকা অভিমূখ থেকে আসা মৌলভীবাজার অভিমূখী ট্রাইলস ভর্তি একটি ট্রাক রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার হাসপাতালে তাদের খোঁজে পাওয়া যায়নি। এদিকে ট্রাক উল্টে যাওয়ার পর ঘটনাস্থলের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভুগান্তিতে পরেছেন হাজার হাজার যাত্রী।এ সময় প্রত্যক্ষদর্শী যাত্রী অধ্যাপক অবিনাশ আচার্য্য জানান, প্রায় খালী রাস্তায়ই হঠাৎ করে ট্রাকটি উল্টে যায়। ঘটনার কয়েক সেকেন্ড আগে একটি প্রাইভেট গাড়ী ট্রাকটিকে অভারট্রেক করে সামনে চলে যায়। ট্রাকটি কিছুটা বায়ে নিয়ে আবার ডানে রাস্তায় মধ্যদিকে আসতে গিয়ে উল্টে যায়।এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা ওসি কে এম নজরুল ইসলাম জানান, ট্রাকে মাল লোড থাকায় তা অপসারণ করতে সময় লেগেছে।