সংসদের লাল ইট, ধুসর কংক্রিট, মলিন বালুকনা সবই আছে। করিডোর, লিফট, লবি, লাউঞ্জ সব কিছুই আগের মতই আছে। শুধু হাউসটা যেন বলছে কে নাই। কেউ যেন নাই। না সবই আছে, শুধু কবি নেই। সংসদ কাব্যের কবি। এই ভবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটা অধিবেশন ছিল কবিতায় মুখরিত। এই প্রথম তিনি নেই। রাজনীতির কবি নেই।
”আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া; শত বার যাই বাঁধন কাটিয়া।” চলেই গেলেন কবি।

সংসদের কবি। সুরকার। শিল্পী।  সংসদের রাখাল। আর কখনো আসবেন না।
আর কখনো…. ”পড়বে না তাঁর পায়ের চিনহ এই হাটে….”

খুব প্রয়োজন ছিল একটি কবিতার।
হাওর কেলেংকারী, হাওরদূর্নীতি, হাওরডুবিয়ে, হাওরের সর্বনাশী, হাওর বেনিয়াদের কলিজা কাঁপানো একটি কবিতার বড়ই অভাব আজ, কবি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn