সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী: রুবেল
নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ার পর ম্যচে খারাপ পারফরমেন্সের কারণে সবার কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। রোববার রাতে ফেসবুকে নিজের ফেরিফাইড পেজে করা এক পোস্টে ক্ষমা চান রুবেল। ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারনে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’নিদাহাস ট্রফির ফাইনালে রোববার রাতে ভারতের কাছে ৪ উইকেটে হেরে যায় টাইগাররা।উত্তেজনায় ঠাসা ম্যাচটির শেষ দুই ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৪ রান। ওই মুহূর্তে রুবেলে হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি রুবেল। তার ওই এক ওভারেই ভারতের ব্যাটসম্যান দিনেশ কার্তিক ২২ রান তুলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১২ রান। সৌম্য সরকারের করা ওই ওভারের প্রথম ৫ বলে ৭ রান নিলেও শেষ বলে ছয় মেরে জয় নিশ্চিত করেন কার্তিক।