সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের দূর্ব্যবহারঃ ক্ষমা চাওয়ার আহবান
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরী সভায় এ আহবান জানানো হয়। জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রধান ওয়েছ খছরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় উক্ত সভায় পুলিশ সুপারের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, ‘পুলিশ প্রশাসনের সাথে সাংবাদিকদের সম্পর্ক সবসময়ই হৃদ্যতাপূর্ণ। পুলিশ-সাংবাদিক উভয় পক্ষই জনগণের সেবক। এ অবস্থায় সিলেটের পুলিশ সুপার সাংবাদিকদের সাথে যে আচরণ করেছেন তা চরম দায়িত্বহীনতা ও কান্ডজ্ঞানহীনতার পরিচায়ক। এ আচরণ সিলেটসহ গোটা সাংবাদিক সমাজকে বিস্মিত ও আঘাত করেছে।’ সাংবাদিক নেতৃবৃন্দ আশাব্যক্ত করেন, পুলিশ সুপার তার নিজের ভুল বুঝতে পারবেন এবং তার শুভবুদ্ধির উদয় হবে। পুলিশ সুপারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানানোর পাশাপাশি সভা থেকে আগামী শনিবার (১৫ জুলাই) বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিক সমাবেশ ও একঘন্টার কলমবিরতী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ, জনকন্ঠ ব্যুরো প্রধান সালাম মশরুর, ইন্ডিপেনডেন্ট পত্রিকার ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিংহ, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জল মেহেদী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি ইকবাল মনসুর, শ্যামল সিলেটের সহকারী সম্পাদক মতিউল বারী চৌধুরী, দৈনিক খবরের জেলা প্রতিনিধি খলিলুর রহমান, যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, গাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, সংবাদ প্রতিদিনের ব্যুরো প্রধান শাব্বীর আহমদ ফয়েজ, শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, রিয়েলটাইমসের২৪ডটকমের সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এএইচ আরিফ, বাংলানিউজের স্টাফ করেসপনডেন্ট নাসির উদ্দিন, শুভ প্রতিদিনের আলোকচিত্রী এসএম রফিকুল ইসলাম সুজন, সিলেটেরকণ্ঠ২৪ডটকমের অমিতা সিনহা, এসএনপিস্পোর্টস২৪ডটকমের নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি, আজকের সংবাদের ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান, ফাইনানন্সিয়াল এক্সপ্রেসের সিলেট প্রতিনিধি আলী আকবর চৌধুরী, শ্যামল সিলেটের আলোকচিত্রী মোহিদ হোসেন, আমাদের অর্থনীতি ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, মাইটিভি ব্যুরো প্রধান এম আর টুনু তালুকদার, মাই টিভির ক্যামেরাপার্সন শাহীন আহমদ, সিলেট সুরমার নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম রুকন, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি মইনুল হাসান টিটু প্রমুখ। সভায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, ফয়সল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য নুরুল হক শিপু।