সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন
সুনামগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বুধবার(২৭ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ বলেন, প্রতীয়মান হয়েছে সাংবাদিক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে যে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে, সেটি ছিল পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত । এই হামলার পেছনে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও অংশগ্রহণ থাকতে পারে। তদন্তসাপেক্ষে চিহ্নিত করে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান এবং এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক জালালাবাদ পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন, শিক্ষক নেতা গিয়াস উদ্দিন, সাংবাদিক ঝুনু চৌধুরী, কেজি মানব তালুকদার, আল হেলাল, অরুন চক্রবর্তী, হিমাদ্রি শেখর ভদ্র, বুরহান উদ্দিন, মিজানুর রহমান মিজান, বাবুল মিয়া, মো.ফরিদ মিয়া, সিরাজুল ইসলাম শ্যামল, আমিনুল ইসলাম, আনোয়ারুল হক, জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ।