সিট বাণিজ্য নিয়ে ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রীদের চুলোচুলি
দেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন কলেজে এবার সিট বাণিজ্য নিয়ে ছাত্রলীগ নেত্রীদের মধ্যে চুলোচুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ঢাবির অভিভুক্ত এ কলেজটির খোদেজা খাতুন হলে ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তার গ্রুপের সঙ্গে যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা জান্নাত গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।ইডেন কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, যুগ্ম আহ্বায়ক নাসিমা আক্তার জান্নাত আরা জান্নাত, নাসিমা আক্তার, মাহবুবা নাসরিন রূপাসহ বেশ কয়েকজন নেত্রী সিটবাণিজ্য করছেন। তারা ছাত্রীদের কাছ থেকে সিটপ্রতি ২০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের এ অভিযোগ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তারপরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
তারা আরো জানান, মঙ্গলবার বিকেলে খোদেজা খাতুন হলে ছাত্রলীগ নেত্রী জান্নাত আরা জান্নাতের কক্ষে ওঠেন ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য রোকসানা রবিন শিলু। তিনি ফজিলাতুন্নেতা হলের আবাসিক ছাত্রী হলেও সেখানে না থেকে জোরপূর্বক জান্নাতের কক্ষে ওঠেন। শিলুকে রুম ছাড়ার অনুরোধ করেন ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তার। কিন্তু জান্নাত আরা জান্নাত বিষয়টি নিয়ে চুলোচুলিতে জড়িয়ে পড়েন।এ বিষয়ে ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক তসলিমা আক্তারকে ফোনে পাওয়া যায়নি। এছাড়া যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা জান্নাতের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।