সিলেটে নতুন ফকিরের ভিড়
সিলেটে হযরত শাহজালাল (র) ও শাহপরান (র) এর মাজার, মানিকপীর (র) মাজার এবং নগরীরর বাসা-বাড়ি, ফুটপাত ইত্যাদি এলাকায় গত কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে নতুন নতুন ভিক্ষুক। শবেবরাত ও রমজানকে টার্গেট করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে এসেছেন এসব ভিক্ষুক। মৌসুমী ভিক্ষুক নামে খ্যাত এরা সারা বছর ভিক্ষা না করলেও শবেবরাতের আগে এসে ঈদ পর্যন্ত থেকে যায় সিলেটে। এসময় ভিক্ষা ভালো পাওয়া যায় বলে জানায় ভিক্ষুকরা। শবেবরাতের রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা রাতভর মসজিদে ইবাদত করে। আবার এদিনে অনেকেই আপনজনের কবর জিয়ারত করতে যায় গোরস্থানে। তাই মসজিদ আর গোরস্থানের সামনেই বেশি ভিড় করে তারা। এসব ভিক্ষুকদের একটি সিন্ডিকেট রয়েছে বলে জানা যায়। ভিক্ষার সব অর্থ ভিক্ষুকরা পান না। যারা তাদেরকে সিলেটে নিয়ে আসেন এবং বাসাভাড়া করে রাখেন তারা সিংহভাগ নিয়ে নেন। এমন তথ্য জানালেন ময়মনসিংহ থেকে আসা জমির আলি নামক এক ভিক্ষুক। তিনি পঙ্গু তার একটি পা নেই। তিনি আর জানান, পুরাতন ভিক্ষুকরা নতুন ভিক্ষুকদের ভাল স্থানে বসতে দেন না। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বাধে।