সিলেটে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব
সিলেট :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনী এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর কাষ্টঘর সুইপার কলোনী এলাকায় থেকে অবৈধ মাদক ইয়াবাসহ ফারুক আহম্মদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী জকিগঞ্জের নূরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ফারুক আহম্মদ। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দিবাগত ১১:৪৫ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে এসএমপির কোতয়ালী থানা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক মহিলা আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিলা আসামী সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার গড়েরগাঁওয়ের আইয়ুব আলীর স্ত্রী মোছা. রহিমা বেগম (৪০)।
জানা যায়, সিলেট নগরীর কাষ্টঘর সংলগ্ন আলো ও ছায়া স্টুডিওর সামনে থেকে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মহিলা পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান।