সিলেটে হোটেল সুপ্রীম থেকে আমেরিকান নারীসহ যুবক আটক
সিলেট নগরীর মিরাবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক আমেরিকা প্রবাসী নারীসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার ভোররাত ৪ টার দিকে মিরাবাজারের হোটেল সুপ্রীম থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক ফয়েজ উদ্দিন ফায়েজ। বাংলাদেশী বংশোদ্ভূত আটকৃকত আমেরিকান নারী রিপার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার গহরপুর গ্রামে। এবং আটককৃত যুবক গোলাপগঞ্জ উপজেলার মকিতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে আরিয়ান ইসলাম সাজন উরফে শাহ জাহানুর । পুলিশের পরিদর্শক ফয়েজ উদ্দিন ফায়েজ জানান, গত সপ্তাহে আমেরিকা থেকে দেশে আসে গৃহবধূ রিপা বেগম। রিপা ও আরিয়ানের পরিচয় ফেসবুকের মাধ্যমে। অনেকদিন থেকে তাদের মধ্যে মন দেয়া নেয়া চলছিল। এরইসূত্রে তারা একসাথে হোটেলে ওঠেন।
পুলিশ আরো জানাযায়, আটককৃতরা ভূয়া নাম পরিচয় দিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে দিয়ে সিলেট মিরাবাজারস্থ হোটেল সুপ্রীমের একটি কক্ষ ভাড়া নেন। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে গৃহবধূর সাথে সাজনের প্রেমের সম্পর্ক রয়েছে। গৃহবধূ রিপার ৩ সন্তানের জননী। তার স্বামী সন্তানসহ রিপা আমেরিকায় বসবাস করেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও মিডিয়া কর্মকর্তা জেদান আল মুসা। তিনি জানান- সোমবার ভোররাতে মেট্রোপলিটন পুলিশ আইনে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। আমেরিকান নারীর সাথে আটককৃত যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এদিকে আদালতসূত্রে জানাগেছে, আদালত আমেরিকান নারী রিপা ও যুবক আরিয়ানকে অন্যজনের জিম্মায় জামিন প্রদান করেছেন।