সিলেট জেলা ছাত্রলীগের সম্পাদক ছুরিকাহত প্রতিবাদে মিছিল, হামলা ও ভাংচুর
সিলেটে দুর্বৃত্তদের হামলায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারসহ ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর সুবিদবাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ছাত্রলীগ কর্মীর নাম পলাশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, নগরীর সুবিদবাজারস্থ তারাদিন রেস্টুরেন্টের সামনে থেকে আবদুল আলিম তুষারকে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। একপর্যায়ে তারা তুষারের ঘাড়ে ও পলাশের গায়ে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। আহত আবদুল আলিম তুষার দাবি করেন, হামলাকারীরা মহানগর ছাত্রদলের একজন সহ-সাংগঠনিক সম্পাদকের অনুসারী।
বিএনপি নেতার বাসায় ছাত্রলীগের হামলা ও ভাংচুর
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭০-৮০ জন ছাত্রলীগ নেতাকর্মী মিজান চৌধুরীর ফাজিলচিস্ত এলাকার বাসায় হামলা করে। এসময় তার বাসার সামনে থাকা ২টি পাজারো গাড়ি, ২টি মোটর সাইকেল, বাসার জানালার গ্লাস ও ড্রয়িং রুমে ব্যপক ভাংচুর করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে সুবিদ বাজার এলাকায় ছাত্রদল কর্মীদের ছুড়িকাঘাতে গুরুতর আহত হন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। এর জের ধরে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক কেন্দ্রিয় নেতা মিজান চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগ। এ ব্যপারে বিএনপির সাবেক কেন্দ্রিয় নেতা মিজান চৌধুরী বলেন- বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭০-৮০ জন ছাত্রলীগ নেতাকর্মী তার বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। ছাত্রলীগ কর্মীরা তার বাসার সামনে থাকা ২টি পাজারো গাড়ি, ২টি মোটর সাইকেল, বাসার জানালার গ্লাস ও ড্রয়িং রুমে হামলা ও লুটপাট করেছে।
তুষারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রলীগের মিছিল
সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী মেডিকেল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী মেডিকেলে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা ছাএলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম রায়হান চৌধুরীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল আলম রোমেন, ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল হাল হাদী, শাহ আলম শাওন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ অনিক প্রমূখ।