সিলেট বোর্ডে কমেছে পাশের হার, বেড়েছে জিপিএ-৫
সারাদেশের সাথে সিলেট শিক্ষা বোর্ডেও প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল। এবার এসএসসি পরীক্ষায় পাশের হার কমেছে, কিন্তু বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার পাশ করেছে ৮০ দশমিক ২৬ ভাগ। যা গতবারের তুলনায় ৪ দশমিক ৫১ ভাগ কম। ২০১৬ সালে পাশের হার ছিল ৮৪ দশমিক ৭৭ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ জন। গতবছর এই সংখ্যা ছিল ২ হাজার ২৬৬ জন। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সামছুল ইসলাম। তিনি জানান, গণিতে ফলাফল খারাপ হওয়ার কারণেই এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাশের হার কমেছে। এবার সিলেট বোর্ড মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ১৪১ জন। মোট পাশ করেছে ৭৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে ছেলে ৩৩ হাজার ৬৫৫ এবং মেয়ে ৪১ হাজার ৩১৯ জন। বোর্ডের অধীন বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ১৭ হাজার ১২৭ জন। এর মধ্যে ছেলে ৮ হাজার ৯৭৭ জন, মেয়ে ৮ হাজার ৫০ জন।
মানবিক বিভাগ থেকে ৪৯ হাজার ৯১৩ জন পাশ করেছে। ছেলে ১৯ হাজার ৮৬৫ জন, মেয়ে ৩০ হাজার ৫৭ জন। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৪৩৪ জন পাশ করেছেন। তাদের মধ্যে ছেলে ৪ হাজার ৮২২ জন, মেয়ে ৩ হাজার ৬১২ জন। মোট জিপিএ-৫ পেয়েছেন ২৬৬৩। এর মধ্যে ছেলে ১ হাজার ৪২৭ জন এবং মেয়ে ১ হাজার ২৩৫ জন। বিজ্ঞান বিভাগে থেকে জিপিএ-৫ পেয়ছে ২৫৫০ জন, মানবিক বিভাগ থেকে ৫৭ জন এবং ব্যবসা শিক্ষা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন