একে কুদরত পাশা-

সুনামগঞ্জ শহরের এনজিওর কিস্তি না দেওয়ায় বাসা দখলের হুমকি দিয়েছে সার্চ নামের একটি এনজিও। রবিবার রাতে এনজিও কর্মীরা শহরের ষোলঘরে একটি বাসায় গিয়ে এ হুমকি দিয়ে এসেছেন। সাত দিনের মধ্যে ঋণের টাকা পরিশোধ না করলে ঋণ গ্রহীতার এক আতœীয়ের বাসা তারা দখল করবে। এ নিয়ে পরিবারটি আতংকের মধ্যে রয়েছে।
জানা যায়, জাহিদুল হক নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী সার্চের কাছ থেকে ঋণ গ্রহণ করেন ২০১৫ সালে। তিনি দৈনিক কিস্তি পরিশোধ করে আসছিলেন। একসময় এসজিও ও সুদের ঋণের কারণে হঠাৎ করে শহরের ষোলঘর পয়েন্টের এ ব্যবসায়ী নুরদ্দ্যেশ হয়ে যান। প্রায় একবছর পর জানা যায় তিনি দেশ ছেড়ে কাতারে অবস্তান নিয়েছেন। তার পরিবার শহরের ষোল ঘরে এত আত্মীয়ের বাসায় অবস্থান নেন। সার্চের চাপে তিনি কিছু দিন কিস্তি পরিশোধও করেন। সুনাগঞ্জের হাওর তলিয়ে যাওয়ার পর নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারেননি। রবিবার রাতে ওই ব্যক্তির আত্মীয়ের বাসায় চড়াওহন সার্চের কর্মীরা। সাথে করে আরো কিছু লোক নিয়ে আসেন। তারা বাসা থেকে বের হয়ে বাসার বাহির দিকে তালা মারতে বলেন। এ সময় বাসার মালিক কার বাসায় তালা মারতে চান জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে উঠেন এবং হুমকি দেন আগামী এক সপ্তাহের মধ্যে তোর আত্মীয়ের ঋণ পরিশোধ না করলে সবকয়টাকে গলাধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়ে বাসা দখল করা হবে। এনিয়ে আতংকে আছেন পরিবারটি। তারা স্থানীয় এমপি, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, পুলিশ প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেছেন।
শহরের কাজির পয়েন্টে রয়েছে সার্চের একটি সাইনবোর্ড। এ সংস্থা শুধু কাজির পয়েন্টে ও ষোলঘর পয়েন্টে অর্ধকোটি টাকা বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ঋণ বিবতরণ করেছে। এপ্রিল মাসের সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনজিও সমন্বয় সভার রেজুলেশনের কোথাও এ এনজিওর নাম দেখা যায়নি। সুনামগঞ্জ বোর ফসল ডুবে যাওয়ার পর মাননীয় প্রধান মন্ত্রী সকল এনজিওকে ঋণের কিস্তি আদায় আগামী এক বছর বন্ধ রাখতে এবং কৃষকদের নতুন ঋন দেওয়ার আহ্বান জানালে অনেক এনজিও তাদের কিস্তি আদায় বন্ধ রেখেছে। কিন্তু সার্চ নামের এ এনজিওটি মানুষের বাসা দখলের হুমকি দিচ্ছে। কাজির পয়েন্টে সার্চের সাইন বোর্ডে www.searchgroupbd.com, www.serchmf.com দুটি ওয়বে সাইটের ঠিকানা দিলেও একটিও ওপেন হয়নি। তাদের অফিসে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। সাইনবোর্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাও বন্ধ পাওয়া যায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn