সুনামগঞ্জে এসডিজি বাস্তবায়নে জেলা নেটওয়ার্কের ষান্মাসিক সভা সম্পন্ন
সুনামগঞ্জ :: গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প এসডিজি বাস্তবায়নে জেলা নেটওয়ার্কের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও সেন্টার ফর পলিসি ডায়লগ ও অক্সফাম ইন বাংলাদেশের কারিগরী সহযোগিতা শনিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নেটওয়ার্কের সভাপতি ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সানক্রেড রিকল-২০২১ প্রকল্পের প্রকল্প সম্বয়কারী হারুন অর রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা শাম্মী, সহ সভাপতি অজুদা বেগম, সাধারণ সম্পাদক নিগার সুলতানা কেয়া, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, সাংবাদিক শাহজাহান চৌধুরী, হাওর বাঁচাও আন্দোলনের উপদেষ্ঠা রমেন্দ্র কুমার দে মিন্টু, কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপ্নডানার পরিচালক জাহাঙ্গীর আলম,অ্যাড. কামাল হোসেন, সাংবাদিক শহীদনূর আহমেদ, সূর্য হাসি ক্লিনিকের এরিয়া ম্যানেজার পান্না দে, সিবিও সদস্য পারভীন আক্তার, হালিমা বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- সানক্রেডের এমআইএস কোর্ডিনেটর কল্যাণ রেমা । সার্বিক সহযোগিতায় ছিলেন, সানক্রেডের মাঠ সহায়ক অরবিন্দ দাশ, তোফায়েল হোসেন, মনোয়ার হোসেন ও সেলিনা আক্তার। সভায় বক্তারা এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্ক কমিটির গুরুত্ব আলোচনা করেন। এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়নে সকল স্থরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুত্বারুপ করেন ।