সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
বার্তা ডেক্সঃঃসিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের পুরাতন বাস স্টেশন থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কামার খাল এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধাস্থলে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনÑ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মুমিত ইসলাম, হাবীবুর রহমান হাবীব, হুশিয়ার আলম, ওবায়দুর ইসলাম, আনোয়ার আলম, সুজাত, কাজী মিসবাহ্ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, এমসি কলেজের এ ঘটনায় ছাত্রলীগের নেতারা জড়িত। ছাত্রলীগ এমসি কলেজ তথা সারা সিলেট বিভাগকে কলঙ্কিত করেছে। কলেজ বন্ধ থাকার সময় অবৈধভাবে কলেজে থেকে ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে বিচারের মাধ্যমে নরপশুগুলোর ফাঁসি দিতে হবে।না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এদের গণ বিচার চাওয়া হবে।