সুনামগঞ্জ: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাজের নিম্ন আয়ের মানুষের মাধ্যে ১ হাজার মাস্ক বিতরণের মধ্য দিয়ে সুনামগঞ্জ পাবলিক ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার এলাকায় রিকশাচালক, শ্রমজীবী,পথচারিদের মধ্যে মাস্ক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল আলম, মেডিকেল অফিসার ডা. সজিব কবির ভূঞা, সুনামগঞ্জ পাবলিক ক্লাবের আহ্বায়ক বিজন সেন রায়, সদস্য সজিব রওনক আহমদ বখত, অবসর প্রাপ্ত শিক্ষক চন্দন রায়, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক অনুপ তালুকদার, ব্যবসায়ি আনোয়ার হোসেন, নূরুল হাসান আতাহের, সাংবাদিক একে কুদরত পাশা, শহীদনূর আহমেদ, প্রদ্বিপ পাল, রাজু আহমেদ, লিটন সরকার, জাবেদ আহমদ, এবিএম জাকির হোসেন পারভেজ, মিজানুর রহমান মামুন, এরশাদ আলী, ইসমাঈল মিয়া প্রমুখ।
সুনামগঞ্জ পাবলিক ক্লাব একটি সামাজিক অরাজনৈতিক সংগঠন। সমাজের কল্যাণ কাজের অবিষ্ট নিয়ে চলতি মাসের শুরু দিকে আত্মপ্রকাশ করে সংগঠনটি। মাস্ক বিতরণ কার্যক্রম সংগঠনের প্রথম সামাজিক কাজ।
সংবাদ টি পড়া হয়েছে :
৫৭ বার