সুনামগঞ্জ রাজনীতিতে জয়া সেনগুপ্তে’র অভিষেক
বিশাল মোটরশোভাযাত্রায় সুনামগঞ্জে পদার্পন করেছেন সদ্য প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। সুরঞ্জিতের মৃত্যুর পর শূন্য হওয়া আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া জয়া সেন প্রথমবারের সুনামগঞ্জে পদার্পন করেছেন স্বামী সুরঞ্জিতের শোক সভায় অংশ নিতে। তবে শোককে শক্তিতে পরিণত করে দলীয় নেতাকর্মীরা রাজনৈতিকভাবে অভিষিক্ত জয়া সেনকে বরণ করেছেন বিশাল শোডাউনের মধ্যদিয়ে। সিলেট থেকে সুনামগঞ্জে যাবার পথে সিলেটের শেষ সীমান্তে ফুল দিয়ে বরণ করে নেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার সুনামগঞ্জের দিরাইয়ে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। পৌর সদরের বিএডিসি মাঠে এর আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগও অঙ্গসংগঠন।
শোকসভায় উপস্থিত থাকবেন দিরাই-শাল্লার উপনির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ, বিভাগীয় ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং স্থানীয় নেতৃবৃন্দ।
শোক সভাকে ঘিরে দিরাই-শাল্লার শোকাহত আপমর জনতা হতাশাকে কাটিয়ে নেপথ্যের কারিগর জয়া সেনকে প্রার্থী হিসেবে পেয়ে উজ্জীবিত হয়ে উঠছে। বলা হয়ে থাকে, দিরাই-শাল্লার দুখু সেন (প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত) জাতীয় নেতা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং ৮ বারের সংসদ সদস্য হওয়ার নেপথ্যের কারিগর তাঁর স্ত্রী ড. জয়া সেনগুপ্ত। নেতার আসনে জয়া সেনের মনোনয়ন লাভকে তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বুধবার শোক সভার মধ্য দিয়ে সুঞ্জিতের রাজনৈতিক মন্ত্রে দীক্ষিত জয়া সেনের রাজনৈতিক অভিষেক হতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। জয়া সেনকে প্রার্থী ঘোষণার সংবাদে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শোকসভাকে জনসভায় পরিণত করে তুলতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।