বার্তা ডেস্ক :: ধর্মপাশা উপজেলায় জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০জন। বৃহস্পতিবার রাত ৮টায় সুনুই নদী জলমহাল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াত উন নবী। নিহত শ্যাম চরণ বর্মণ(৬০) সুনুই গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুনুই নদী জলমহাল সুনুই মৎসজীবী সমিতি ভূমি মন্ত্রণালয় থেকে ছয় বছর মেয়াদে উন্নয়ন স্কিমে ইজারা আনে। মেয়াদের শেষ বছরে এসে মৎসজীবী সমিতির সদস্যরা দুইভাগ হয়ে পড়েন। এতে জলমহল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধে দেখা দেয়।
এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই শ্যাম চরণ বর্মণের মৃত্যু হয়। আহত হয় আরও ১০জন। এদিকে খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াত উন নবী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। জলমহাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানান তিনি। -বিডি-প্রতিদিন
সংবাদ টি পড়া হয়েছে :
৪০৪ বার