ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বড় মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান ঘিরে গত রোববার (২৫ মার্চ) তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঢল নামে নানা শ্রেণি পেশার লোকজন ও রাজনীতিবিদদের। অনুষ্ঠান উপলক্ষে দীর্ঘদিন পর দেখা হয় সিলেট বিভাগের চার জেলার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, গণফোরাম, ন্যাপ ও তাদের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দের। চার জেলার বিভিন্ন দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় রাজনীতিবিদদের মিলন মেলায়। দীর্ঘদিন পর রাজনৈতিক সহকর্মীদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে উঠেন। তারা একে অন্যের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেরও খোঁজ খবর নেন। এই স্মৃতি ধরে রাখতে সুযোগ বুঝেই নেতাকর্মীরা তাদের সাথে ছবি আর সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন।

রাজনীতিবিদরা ছাড়াও অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সমাজকর্মী, ইমাম সমিতির নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া তার নির্বাচনী এলাকার (কুলাউড়া -কমলগঞ্জ আংশিক) নেতাকর্মী, ভক্ত ও শুভাকাঙ্খীদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল থেকে দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রায় ১৪-১৫ হাজার মানুষের উপস্থিতি প্রাণবন্ত হয়ে উঠে বিবাহ উত্তর অনুষ্ঠানটি। এই অনুষ্ঠান উপলক্ষে তিনদিন বাড়িতে অবস্থানকালে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ তৃণমূলের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্খিসহ তার ভক্ত ও অনুসারীদের সাথে মত বিনিময় করেন। নেতাকর্মীদের জোরালো দাবি ও প্রত্যাশার প্রেক্ষিতে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি তার সর্মথকদের ধৈর্য় ধরে সততা ও নিষ্ঠার সাথে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।

উল্লেখ্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বড় মেয়ের বিবাহ অনুষ্ঠান সম্প্রতি ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলেও তার নিজ এলাকা ও সিলেট বিভাগের তার রাজনীতিক সহকর্মী,ভক্ত ও অনুসারীদের জন্য গ্রামের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn