স্বামীকে ফিরে পেতে শ্বশুর বাড়িতে আমরণ অনশন করছেন উম্মে খাদিজা জামান (মনিকা)। বান্দরবানের লামা পৌর সদরের চাম্পাতলীতে শ্বশুর বাড়িতে শনিবার সকাল থেকে অনশনে বসেন। ভালোবেসে বিয়ে করেছিলেন লামা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা স্বপন কুমার দাসের ছেলে মিশু দাসকে। মিশু দাস ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী শরিয়ত মোতাবেক নিকাহ রেজিস্ট্রার সম্পাদন করে মনিকাকে গত ১৪ মে ২০১৫ইং চট্টগ্রামে বিবাহ করেন। বিবাহ সক্রান্ত বিষয়ে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা সম্পাদন করা হয়। ঢাকার সাভারের মো. রফিকুজ্জামান সালাম এবং মা রৌশন আরা বেগমের কন্যা উম্মে খাদিজা জামান মনিকা। লামা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা স্বপন কুমার দাসের ছেলে মিশু দাস। পরিবারের সাথে কক্সবাজারে বেড়াতে এসে মিশুর সাথে খাদিজার পরিচয় হয়। এরপর ভাব বিনিময় একপর্যায়ে মিশু ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে মনিকাকে বিয়ের প্রস্তাব দিলে উভয়ের সম্মতিতে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ হয়। কিন্তু মিশুর পরিবার বিবাহ মেনে নিতে পারেনি।
মিশুর পরিবার শুরু করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র।  মিশু সোমবার কাজের কথা বলে বাসা থেকে বের হয় । তিনি আর ফিরেননি। মনিকা মঙ্গলবার জোরারগঞ্জ থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। এরই মধ্যে মিশুর ফোন নম্বর থেকে মনিকার ছোট ভাইয়ের মোবাইলে একটি ম্যাসেজ যায়। তাতে লেখা রয়েছে ‘তোমরা তোমাদের বোনকে নিয়ে যাও আমিও চলে গেলাম।’ ষড়যন্ত্রের আভাস বুঝতে পেরে মনিকা ছুটে আসেন লামায়। শ্বশুর বাড়িতে খোঁজ নিলে তারা মনিকাকে পাত্তা দিচ্ছে না। মিশুর পরিবারের দাবি তারা ছেলেকে ত্যাগ করেছেন। মনিকার দাবি শ্বশুর বাড়ির লোকজন মিশুকে তার কাছ থেকে সরিয়ে নিয়েছে। স্বামীকে না নিয়ে সে লামা থেকে ফিরে যাবেন না। তাই শ্বশুর বাড়ির বারান্দায় শনিবার সকাল থেকে শুরু করেছেন আমরণ অনশন। ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন জানিয়েছেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn