স্মার্টফোনের প্রতি আসক্তি শিশু-কিশোরদের স্থূলতা বৃদ্ধি করতে পারে
সু.বার্তা: সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশ করা হয়েছে, যে সব শিশু-কিশোররা ৫ ঘন্টার বেশি ট্যাবলেট, স্মার্টফোন এবং টেলিভিশনের মত ডিজিটাল ডিভাইস নিয়ে সময় অতিবাহিত করে তাদের স্থূলকায় বা মোটা হওয়ার সম্ভাবনা যে শিশু-কিশোররা এগুলো ব্যবহার করে না তাদের তুলনায় ৪৩ শতাংশ বেশি।
পেডিয়াট্রিক্স নামক সাময়িকীতে প্রকাশিত গবেষণা মতে, যে শিশুরা স্ক্রিন ডিভাইসে এবং টিভি দেখে অনেক বেশি সময় কাটায় তারা এমন আচরণের সাথে যুক্ত হয়ে যায় যা তাদেরকে মোটা হতে সাহায্য করে।
গবেষক দলটি ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ইয়ুথ রিস্ক বিহেভিয়ার সারভেইলেন্স সিস্টেম থেকে তথ্য সংগ্রহ করে। এখানে নবম থেকে বারোতম গ্রেডের ২৪,৮০০ কিশোর অংশগ্রহণ করে।
কিশোররা স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার এ এবং ভিডিও গেম খেলে এবং টেলিভিশন দেখে কত ঘন্টা সময় ব্যয় করে, স্কুলের দিনগুলোতে কতক্ষণ ঘুমিয়ে কাটায়, চিনি জাতীয় মিষ্টি খাবার খাওয়ার পরিমাণ এবং শারীরিক সক্রিয়তার মাত্রা ইত্যাদি বিষয়গুলো নিয়ে জরিপ করেন তারা।