হবিগঞ্জ জেলা শহরের অনন্তপুর এলাকায় শিবিরের অফিসে অভিযান চালিয়ে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শিবিরকর্মীদের হামলায় ৩ পুলিশ কর্মকর্তা আহত হন। বুধবার রাত আটটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় একটি পাইপগানসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলেন সারোয়ার, মোস্তাকিম বিল্লাহ এবং নাজমুল হোসেন অপু। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, হবিগঞ্জসহ বিভিন্নস্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে, এমন তথ্য পেয়ে বুধবার রাতে শহরের অনন্তপুর এলাকার শিবির অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানে শিবির কর্মীদের হামলায় সদর থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম ও এসআই অরুপ কুমার চৌধুরী, রকিবুল হাসানসহ তিন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি করেন তিনি। ওসি আরও জানান, পরে অফিসটিতে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, তিনটি রামদা, ১১ চকলেট বোমা, তিনটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি মোটর সাইকেল, চারটি বাইসাইকেল ও কয়েক হাজার জিহাদি বই উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন চেক করে হবিগঞ্জের অনেক গন্যমান্য ব্যাক্তির উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে ধারণা পেয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn