হাওরাঞ্চলের উন্নয়নে সরকার সচেষ্ট-এমপি রতন
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, ‘ হাওরাঞ্চলের মৎস্য সম্পদ, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র ও ঐতিহ্য সংরক্ষণ করে কিভাবে উন্নয়ন করা যায় তার পরিকল্পনা করছে সরকার। ২০১৮ সালে প্রতিটি পরিবারেই বিদ্যুৎতের আলোয় আলোকিত হবে ইনশাল্লাহ। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।’ বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়নে চানপুর গ্রামের মসজিদ প্রাঙ্গণে বিদ্যুৎতায়ন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাশেম আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা কাশেম আখঞ্জীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ’র জেনারেল ম্যানেজার সুহেল পারভেজ, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা ও সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী আশরাফুজ্জামান, আসাদ আল আজাদ, মলি হোসেন হোসেন তালুকদার, গোলাম জিলানী আফিন্দী রাজু, সায়েম পাঠান। সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আবুল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগ সভাপতি শিরীন তালুকদার, সাজেন্ট অব: মোশারফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী প্রমুখ।
এরপর এমপি রতন মন্নানঘাট সংবাদপুর বাজারে আওয়ামীলীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন এবং উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের মন্নানঘাট, চানপুর আবুর হাটি, হারুন মার্কেট, লক্ষ্মীপুর ও দক্ষিণ কামলাবাজ গ্রামে ৫২৩টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। সভার পূর্বে জামালগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চানপুর গ্রামের আমির আলী (৫৫) এর মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন এবং মরহুমের রুহের মাকফেরাত কামনা করা হয়।