১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়া জড়িত : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া এবং মোস্তাকসহ বঙ্গবন্ধুর মন্ত্রিসভার অনেকেই ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলো। বুধবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা। এসময় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এখনও অনেক ষড়যন্ত্র রয়েছে। দেশে ফিরে দলের দায়িত্ব নেয়া কঠিন ছিল জানিয়ে তিনি জানান, বঙ্গবন্ধুর পথ ধরে সে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। ৩৬ বছর আগে এই দিনে জনগণের ভাগ্য পরিবর্তনের ব্রত নিয়ে বাংলাদেশের মাটিতে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার সময় বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা এবং শেখ রেহানা। ছয় বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা।