১৬ হাজার মিল মালিক কালো তালিকাভুক্ত : খাদ্যমন্ত্রী
অবৈধভাবে চাল মজুদকারী ১৬ হাজার মিল মালিককে (মিলার) চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে সরকার। তাদের কাছ থেকে চাল ক্রয় করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে চাল আমদানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে খাদ্যমন্ত্রী চালের বাজার অস্থিরতার পেছনে অসাধু মিল মালিকদের দায়ী করলেও এবার তাদের চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করা হলো। খাদ্যমন্ত্রী বলেন, হাওড় অঞ্চলে অকাল বন্যা হওয়ার পর থেকেই অসাধু মিল মালিকরা চাল মজুদ শুরু করে। ফলে চালের বাজারে অস্থিরতা দেখা দেয়। বাজারে চালের মূল্য বৃদ্ধির একমাত্র কারণও অবৈধ মজুদ। যে সব মিল মালিকরা অবৈধভাবে চাল মজুদ করেছে, তাদের আমরা কালো তালিকাভুক্ত করেছি। তিন বছরের জন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা চাল ক্রয় করব না। চালের আমদানি শুল্ক কমানোর পর চাল আমদানি শুরু হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ভারত থেকে চাল আসছে। যদিও ভারত তাদের চালের মূল্য বাড়িয়ে দিয়েছে। তারপরও চাল আসছে। শুল্ক কমানোর পর ইতোমধ্যে ভারত থেকে বেসরকারি উদ্যোগে ৮৪ হাজার টন চাল এসে পৌঁছেছে।