৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাশ করেছেন।চলতি বছরের ২৩ মে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়।৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে। এ ছাড়া মোবাইল ফোনে টেলিটক অপারেটরে এসএমএস করে ফল জানা যাবে। এ পদ্ধতিতে এসএমএস করতে হবে- PSC স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে রেজিস্ট্রশন নম্বরসহ কোয়ালিফইড অথবা নন-কোয়ালিফাইড হিসেবে ফল পাওয়া যাবে। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, আমরা লিখিত পরীক্ষার ফলাফল দিলাম। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করব। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষায় অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn