৮ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর আটক ৮ বাংলাদেশিকে দশ মাস পর ফেরত দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে দুর্গাপুরের বিজয়পুর জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ ও বিজিবি) এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর যৌথ বৈঠকে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের হাতে আটকদের তুলে দেওয়া হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ফেরত আসা আট বাংলাদেশি গত বছরের ৫ ডিসেম্বর লেঙ্গুরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে তারা বিএসএফ-এর হাতে আটক হন। এরপর ভারতীয় আদালত তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের দায়ে তিন মাসের জেল দেন। ওসি আরও জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের যৌথ সভার পর আট বাংলাদেশিকে ১০ মাস ১২ দিন পর বৃহস্পতিবার মুক্তি দেয় ভারত। তারা দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছিলো। ফেরত আসা আট বাংলাদেশি হলেন- কলমাকান্দা উপজেলার ঘোষপাড়া এলাকার ভুপেন্দ্র সরকারের ছেলে নির্মল সরকার (৩৫), তার স্ত্রী সুমা সরকার (৩০), দুই শিশুকন্যা নিঝুম সরকার (৮) ও সুস্মিতা সরকার (৫), একই উপজেলার নওগাঁও গ্রামের রিপন রায়ের স্ত্রী কণা রানী রায় (৩০), কবিরঞ্জন তালুকদারের স্ত্রী নূপুর রানী তালুকদার (৩২) ও তার দুই শিশুপুত্র কর্ণ তালুকদার (৭) এবং প্রিয়তোষ তালুকদার (৫)।