রাজধানীর খিলগাঁওয়ে গৃহবধূ মাহমুদা আক্তার মুন্নি হত্যা মামলায় স্বামী সাইফুল্লাহ মামুনকে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে ঢাকা মহানগর (সিএমএম) আদালতের হাকিম সাজ্জাদুর রহমান এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় আদালত শুনানি শেষে আসামিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাইফুল্লাহ মামুন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার মহাব্যবস্থাপক। তার স্ত্রী নিহত মাহামুদা আক্তার মুন্নি লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমের বড় মেয়ে ।

সাইফুল্লাহ মামুন স্ত্রী ও দুই সন্তান নিয়ে খিলগাঁওয়ের দক্ষিন গোরানের ৩৪৭ নাম্বার বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের পরিবারের অভিযোগ, মামুন যেখানে চাকরি করে সেখানকার এক মেয়েকে কিছুদিন আগে বিয়ে করে। বিয়ের পর সে মেয়েকে মালিবাগে একটি ভাড়া বাসায় তোলে। এ নিয়ে প্রায়ই মুন্নির সঙ্গে ঝগড়া-ঝাটি হতো। মুন্নি ৮ মাসের অন্তসত্ত্বা ছিল। তাকে এ সময় মামুন প্রায়ই গভীর রাতে মদ্যপ অবস্থায় এসে মারধর করত, মানসিক নির্যাতন করত। সর্বশেষ বৃহস্পতিবার (শবেবরাতের রাত) রাত সাড়ে ১২টার দিকে মদ্যপ অবস্থায় বাসায় ফিরলে মুন্নির সাথে বাক-বিতণ্ডা হয়। এ সময় মুন্নিকে মারধরও করে মামুন। মুন্নিকে আহত অবস্থায় উদ্ধারকরে সে রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার বিকেলে মুন্নির পিতা মনিরুল করিম বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। ওইদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুন্নির ময়না তদন্ত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn