বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’এর অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি প্রকল্প এলাকা ঘুরে দ্রুততার সঙ্গে সুনামগঞ্জবাসীর স্বপ্নের এই প্রতিষ্ঠানটির কাজ শেষ করার তাগিদ দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর’এ (সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দিরাই সড়ক মোডে) ৩৫ একর জমির উপর শুরু হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল সুনামগঞ্জ’এর ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম।
মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য ১১ শ’ ৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভূমি অধিগ্রহণ ব্যয় ২৫ কোটি ২৮ লাখ টাকা।  ৫০০ শয্যার হাসপাতাল ভবন, মেডিকেল কলেজ ভবন, অডিটোরিয়াম, ছাত্রাবাস, ডক্টরস ডরমেটরি, ডক্টরস আবাসিক ভবন ইত্যাদি পূর্ত কাজ এবং বৈদ্যুতিক কাজে ব্যয় ৮৩৯ কোটি ৮২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৮১ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে রাজধানী’র ডেল্টা কনসোর্টিয়াম ও বঙ্গবিল্ডার্স নয় তলা একাডেমিক ভবনের কাজ করছে। ৩৫০ কোটি টাকা ব্যয়ে ৫০০ বেড’এর হাসপাতাল ভবনের দরপত্র আহ্বান করা হয়েছে গেল আগস্ট মাসে। গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে এই দরপত্র কার্যক্রম। অনুমোদিত হলেই কার্যাদেশ দেওয়া হবে।
৮০ কোটি টাকা ব্যয়ে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ৮ তলা ছাত্রাবাস ভবন দুইটি’র দরপত্র আহ্বান করা হয়েছে গত জানুয়ারি মাসে। এগুলো গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। কেবল ডক্টর ডরমেটরি এবং ইন্টার্ন ডক্টরদের ডরমেটরি ভবনের দরপত্র এখনো হয় নি। গত ১৫ ফেব্রুয়ারি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নির্মাণাধীন প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এসময় দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন তিনি। স্থানীয় প্রকৌশলীদের তিনি জানান, কাজ দ্রুত শেষ করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব বা মন্ত্রীর সঙ্গে প্রয়োজনে  কথা বলবেন তিনি। সুনামগঞ্জ গণপূর্ত অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম জানালেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক ভবনের কাজ চলছে। ৫০০ বেডের হাসপাতাল ভবনসহ নার্সিং কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস ভবনের প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ওইগুলোরও কার্যাদেশ দেওয়া হবে এবং দ্রুতই কার্যক্রম শুরু হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn