অর্থমন্ত্রীর নিকট কাকন বিবির স্থায়ী আবাসনের জন্য আবেদন
বীরমুক্তিযোদ্ধা বীরাঙ্গণা নুরজাহান বেগম কাকন বিবি কে সিলেট শহরে যে কোন স্থানে স্থায়ী বসবাসের ব্যবস্থা করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবরে একটি আবেদন করেন কাকন বিবির মেয়ে মোছাঃ সখিনা খাতুন।সোমবার সোমবার সকালে অর্থমন্ত্রীর বাসভবন নগরীর হাফিজ কমপ্লেক্সে এ আবেদন পৌছানো হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীসংঘে সাবেক স্থায়ী কমিটির সদস্য একেএম আব্দুল মোমেন, বীরমুক্তিযোদ্ধা বীরাঙ্গণা নুরজাহান বেগম কাকন বিবি সহ আরো নেতৃবৃন্দ।আবেদনে উল্লেখ করেন, বীরমুক্তিযোদ্ধা বীরাঙ্গণা নুরজাহান বেগম কাকন বিবি মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে স্বাধীন ও শত্র“মুক্ত করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। যুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনীরা একাধারে নির্যাতন করে মৃত ভেবে তাকে এক জঙ্গলে ফেলে রেখে যায়। নির্যাতনের চিহ্ন এখন কাকন বিবির শরীরে বিদ্যমান।
তিনি আরো উল্লেখ করেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ বীরাঙ্গণাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। গত ১৯ জুলাই কাকন বিবি অসুস্থ হয়ে পড়লে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সময়ে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সব সময় চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। যা নিশ্চয় প্রশংসার দাবিদার। প্রায় দেড় মাস পর গত ২৮ আগস্ট কাকন বিবিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্রে প্রতি সপ্তাহে একবার ডাক্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। কাকন বিবির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়াবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় প্রতি সপ্তাহে একবার ডাক্তার দেখানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। এখনো কাকন বিবি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারেন নি। ঘন ঘন সিলেটে নিয়ে এসে ডাক্তার দেখালে শারিরীক অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই বীরাঙ্গণা কাকন বিবিকে বাঁচিয়ে রাখতে সিলেট শহরে একটি স্থায়ী বাসিন্দার প্রয়োজন।