অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু-মুসলমানে কোন ভেদাভেদ নেই: দিরাইয়ে শাখাওয়াত শফিক
দিরাই :: আসন্ন দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ রায়ের পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক বলেছেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদশ, ধর্ম নিরেপক্ষ বাংলাদেশ। এখানে হিন্দু-মুসলমানে কোন ভেদাভেদ নেই। ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজের বাংলাদেশ। আমরা হিন্দু, মুসলিম, খিস্ট্রান ভাই ভাই। সোমবার বিকেলে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি আরও বলেন, দলের বিদ্রোহী প্রার্থী মোশাররফ মিয়াকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে ইতোমধ্যে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আর কখনো দলের কোন কর্মকান্ডের সাথে জড়িত হতে পারবেন না।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আব্দুল মতিন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য আলতাব উদ্দিন, উপ- প্রচার সম্পাদক হুমায়ুন রশীদ লাভলু, দিরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান প্রমুখ।