আজ সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির ভোট। প্রথম বারের মত ভোটের মাধ্যমে সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির কার্যকরি কমিটি গঠিত হবে। ৯১৮ জন ভোটার সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবেন। ভোট গ্রহণ ও ভোট গণনা কার্যক্রম শহরবাসীকে নিজ নিজ বাড়িতে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে টিভিতে দেখার সুযোগ করে দিয়েছে এয়ারলিংক স্যাটেলাইট। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলসহ আলাদা আলাদাভাবে ১৭ টি পদে ৩৮ জন প্রার্থী লড়ছেন। এছাড়া সভাপতি পদে দিলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক পদে আবু সুফিয়ান এবং সাংগঠনিক সম্পাদক পদে হাবিব আহমদ ও সদস্য পদে আলী আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন।
গত ১৬ সেপ্টেম্বর থেকে প্রায় এক মাস সুনামগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকাসহ সব কয়টি আবাসিক এলাকার দোকানপাট নির্বাচনী প্রচারণায় মুখর ছিল। প্রার্থীদের পোস্টার, লিফলেট এবং বিলবোর্ডে ছেয়ে গিয়েছিল শহর। আজকের নির্বাচনে সকল প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। খোশনুর-জাহেদ পরিষদের অন্য প্রার্থীরা হলেন- সহসভাপতি মো. সৈয়দুর রহমান ও আব্দুল লতিফ, সহসাধারণ সম্পাদক মো. ফয়সল আহমদ, কোষাধ্যক্ষ চন্দন প্রসাদ রায়, ক্রীড়া সম্পাদক মো. নূরে আলম, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম (রাজু), প্রচার সম্পাদক পিন্টু বণিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অরুণ তালুকদার, বাজার বিষয়ক সম্পাদক মো. সাইদুল করিম (সাইদ), সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন, সদস্য তৌহিদুর রহমান (মাছুম), সুমন বণিক, মো.হুমায়ুন কবির, মো. পারভেজ আহমেদ ও মো. আল মোজাহিদ প্রিন্স। সাইফুল-পারভেজ ঐক্য পরিষদের অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি সুশান্ত রায়, সহ সভাপতি মো. সোহেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ মো. বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, প্রচার   সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক স্বপন চন্দ্র সরকার, বাজার বিষয়ক সম্পাদক ওয়াসিম আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক নুরুল আলম, সদস্য জয়ন্ত বণিক, শফিউল ইসলাম, নুরুল আক্তার, তায়েফ আহমেদ ও ইকবাল হোসেন খান।
খোশনুর-জাহেদ পরিষদের সভাপতি প্রার্থী মো. আলী খোশনুর বলেন,‘ব্যবসায়ীদের নানা সমস্যায় সাহসের সঙ্গে পাশে দাঁড়াবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নির্ভিকভাবে কাজ করবে এমন প্রার্থীকেই ভোটররা ভোট দেবেন বলে প্রত্যাশা করছি। আমি সকল ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, ইনশাল্লাহ্ তারা আমাকে মূল্যায়ন করবেন।’ সাইফুল-পারভেজ ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমি সার্বক্ষণিক একজন ব্যবসায়ী, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নানা বিষয়ে ইতিমধ্যে কাজ করেছি। আমার বিশ্বাস ব্যবসায়ীরা নিজেদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাকে কাজ করার সুযোগ দেবেন।’ এই প্যানেলের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ বলেন,‘আমি দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এখন ব্যবসা করছি। গত দুই বছর এই সংগঠনটিকে গতিশীল করার জন্য কাজ করেছি। সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতিতে মাত্র ৪ জন মহিলা সদস্য আছেন। ব্যবসায়ী সমিতির কার্যক্রমের মাধ্যমে এই সংগঠনের সদস্য সংখ্যা বাড়াতে চাই। আমার প্রত্যাশা আমাকে ব্যবসায়ীরা বঞ্চিত করবেন না।’ খোশনুর-জাহেদ পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী জাহেদ হাসান বলেন, ‘ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠনের সময় আমাকে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সহায়তা করেছিলেন। এই সংগঠনের সদস্য করার জন্য আমি দোকানে দোকানে গিয়েছি। ইতিমধ্যে সংগঠনে সু-শৃঙ্খল পরিবেশ এসেছে। আমি আশা করছি ভবিষ্যতের সুন্দরের জন্য আমাকে ভোট দেবেন ভোটাররা।’ স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী আবু সুফিয়ান বলেন,‘আমি পুরাতন ব্যবসায়ী, সকল ব্যবসায়ীদের সঙ্গে আমার সু-সম্পর্ক রয়েছে, আমি আশা করছি আমাকে ব্যবসায়ীরা মূল্যায়ন করবেন।’
সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী দিলোয়ার হোসেন দিলু মনে করেন-ব্যবসায়ীরা ন্যায়পরায়ণ, সৎ এবং তাঁদের স্বার্থ রক্ষায় নানাস্থানে সাহসী ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই বেছে নেবেন। বাকীটা আল্লাহর হাওলা’। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি মোজ্জামেল হক। মোজাম্মেল হক বললেন, ‘সুনামগঞ্জে কোন ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে এ ধরণের উৎসব আগে কখনো হয়নি। প্রার্থীরা শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে প্রায় এক মাস প্রচারণা চালানো শেষে আগামী কাল ভোটাররা ভোট দেবেন। শহরের উকিলপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণের জন্য ১২ টি কক্ষ করা হয়েছে। একজন প্রিজাইডিং এবং ১২ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন। এরা সকলেই সরকারী কর্মকর্তা-কর্মচারী। ভোট গ্রহণ এবং গণনা এয়ারলিংক স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি শহরবাসী এবং ব্যবসায়ীদের দেখানোর ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার জন্য এই আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn