‘আমরা দর্শকদের দিনের পর দিন বোকা বানাচ্ছি’
কামরুজ্জামান মিলু |
চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন সোহানা সাবা। মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’ এবং সর্বশেষ গেল বছর সাবার অভিনয়ে টলিউডের ‘ষড়রিপু’ ছবিটি মুক্তি পায়। এসব ছবি দিয়ে দর্শক হৃদয়ে নানা সময়ে দাগ কেটেছেন এ অভিনেত্রী। তার অভিনীত ছবিগুলোতে ভিন্নতার ছোঁয়া পাওয়া যায়। ২০০৬ সালে ‘আয়না’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেত্রীর। বর্তমানে দেশে সাইফ চন্দনের পরিচালনায় বাণিজ্যিক ছবি ‘আব্বাস ওটু’-তে অভিনয় করছেন তিনি। বর্তমান সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও কাজ নিয়ে সোহানা সাবা মানবজমিনকে বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে সব সময়ই ভালো ছবি হয়ে এসেছে। তবে বর্তমানে নাটক, টেলিফিল্ম টাইপের ছবি সেন্সর সার্টিফিকেট দিয়ে হলে চালিয়ে আমরা দর্শকদের দিনের পর দিন বোকা বানাচ্ছি। আবার অন্যদিকে অনেক ফিল্মে গল্পই নেই। আর্টিস্ট বা পরিচালকও নেই ঠিকমত। সত্যি বলতে এফডিসিতে উপযুক্ত অভিভাবক নেই। এফডিসি বিকেন্দ্রীকরণের চেষ্টাও চোখে পড়ে। তিনি আরো বলেন,আমরা আসলে সবাই সবার জায়গা থেকে নিজের কথা ভাবছি। নিজে কি করে আগামী দু’বছর খেতে পারবো তা ভাবছি। কিন্তু বিশ বা ত্রিশ বছর পর কি করে এই দেশে ইন্ডাস্ট্রি বাঁচবে তা ভাবছি না আমরা। স্বার্থপর হয়ে যাচ্ছি সবাই। তাই হয়তো সবকিছু এমন অস্থিতিশীল। সাবা এরই মধ্যে ‘আব্বাস ওটু’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন। এতে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে তাকে। এ ছবিতে তার নায়ক নিরব। ছবিটি নিয়ে সাবা বলেন, রোমান্টিক অ্যাকশন ঘরানার দারুণ একটি ছবি এটা। কাজ করে ভালো লাগছে। এদিকে এরইমধ্যে অয়ন চক্রবর্তীর পরিচালনায় কলকাতার ‘ষড়রিপু’ ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্তের সঙ্গে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান সাবা। এবার তিনি শেষ করেছেন ওপারের নতুন ছবি ‘এপার ওপার’। এ ছবির বিষয়ে সোহানা সাবা বলেন, গত ২২শে মার্চ এ ছবির শুটিং শুরু করেছিলাম। ‘ছিটমহল’ ইস্যু নিয়ে এ ছবিটি। গল্পটা শুরু হয় মুক্তিযুদ্ধের দশ বছর আগে থেকে। মূলত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হচ্ছে ছবিটি। যার প্রধান চরিত্রে অভিনয় করেছি আমি। টানা এ ছবির শুটিং হয়েছে। এতে আমার বিপরীতে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগা বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টোপাধ্যায় কাজ করেছেন। বেশ ভালো কাজ হয়েছে আমাদের। এ ছবির পর নাম ঠিক না হওয়া কলকাতার আরেকটি ছবিতে কাজ করেছেন সাবা। এ ছবিতেও তার বিপরীতে রয়েছেন সৌরভ চট্টোপাধ্যায়। সাবা বলেন, ‘এপার ওপার’ ছবির শুটিং শেষ করলেও ডাবিং বাকি রয়েছে। এছাড়া নতুন ছবিটিরও ডাবিং বাকি রয়েছে। এদিকে অভিনয়ের বাইরে ‘ফুলশ্রী’ নামে এসিড ভিকটিমদের নিয়ে একটি এনজিও চালু করেছেন সাবা। এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এসিড ভিকটিমরা সমাজে সুন্দরভাবে যেন বাঁচতে পারে সেদিকেও খেয়াল রাখছেন তিনি। পাশাপাশি সাবা হতাশাগ্রস্ত মানুষদের জন্যও কাজ করছেন। একটা মানুষ যখন হতাশ হয়ে পড়ে, তখন নানা রকম অপরাধ করে বসে বলে মনে করেন এ অভিনেত্রী। তাই দিনের একটা সময় কিংবা সপ্তাহের একটা সময় হোক, তাদের জন্য বের করেন। পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করেন। এর নাম তিনি দিয়েছেন সাবা’স কনফেশন বক্স। এভাবেই সমাজের মানুষদের নিয়ে নিয়মিত কাজ করে যাওয়ার ইচ্ছে রয়েছে তার।