আমি কুলাঙ্গার হারিছ চৌধুরীর ভাই: তারেক রহমানকে আশিক
সিলেট:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের স্কাইপে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ থেকে ৬টা পর্যন্ত টানা ১ ঘন্টা বিএনপির পল্টন অফিসে তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এসময় নবগঠিত সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিত হন তারেক রহমান এবং নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে আলোচনার এক পর্যায়ে কানাইঘাট উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী সাথে কথা বলেন তারেক রহমান। এসময় আশিক চৌধুরী বলেন, আমার আরেকটি পরিচয় আছে, ‘আমি কুলাঙ্গার হারিছ চৌধুরীর আপন চাচাতো ভাই’। এ ধরণের মন্তব্যে তারেক রহমান নিশ্চুপ থাকেন। তবে, আশিক চৌধুরীর এমন মন্তব্যে বিস্মিত হন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৈঠকে উপস্থিত সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার রাজনৈতিক সচিব ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত হারিছ চৌধুরী। বিএনপি-জামায়ত জোট সরকারের প্রভাবশালী নেতা ছিলেন তিনি। দাপুটে হারিছ চৌধুরীর ভাই পরিচয় দিয়ে আশিক চৌধুরী কানাইঘাটসহ সিলেটে প্রভাব বিস্তার করতেন। এমনকি এই পরিচয়ে তিনি তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।