আমি নষ্টদের ছেড়ে দিয়ে যেতে আসিনি
পীর হাবিবুর রহমান এর ফেসবুক থেকেঃ শৈশব থেকে আমি কতোবার হোচট খেতে খেতে ওঠে দৌড়াতে শিখেছি! কতবার কৈশোরে আমি কঠিন শাসন নিপীড়নের শৃংখল ভেঙ্গে অপ্রতিরোধ্য ডানপিটে হয়েছি! কতবার আমি আমার তারুন্যকে উজার করে দিয়েছি কতো কতো স্বপ্নের পিছনে! নতন নতুন চিন্তা স্বপ্নের জন্য লড়েছি,আমার মেধা সৃজনশীলতা দিয়ে। তারুন্যের শক্তিতে কতো সহস্রবার অগনিত পথে আমি মিছিলের মুখ হয়েছি! জীবন ও যৌবন বিলিয়েছি স্বপ্নের জন্য,জেলটাও ঘুরে এসেছি শুভ ও কল্যানের জন্য। কখনো স্বপ্নভঙ্গের বেদনায় বিষাদ ছুঁয়েছে মন,কখনো জয় আরও বেশি তরতাজা গতিময় স্বপ্নবান পুরুষ করেছে হৃদয় ক্ষয়ে! আমারও গভীর প্রেম সারল্যতা বিশ্বাস ছিলো। ঠকাতে শিখিনি বলে একদিন এখানেও বারবার সময় আমাকে প্রতারিত করেছে, বিশ্বাস দারুনভাবে ঠকিয়েছে। মনে করেছে ঠকালেই বুঝি শেষ! আমি বিদ্রুপের হাসি হেসে ভেবেছি অসৎ মানুষেরা,ব্যর্থ ঠকরা একদল স্বার্থপর লোভিরা জানলোইনা মানুষ কতো বেশি শক্তিশালী! আমি আমার প্রান্তিকের জল বৃষ্টি কাদা মেখে রোদে পুড়ে জোছনায় ভিজে নদী হাওরের বিস্তীর্ন জলরাশি থেকে ওঠে আসা মানুষ, এতোটাই সহজ যে ঠকিয়ে প্রতারনায় নিয়ত স্বপ্নভেঙ্গে ভেঙ্গে আমায় শেষ, নিঃশেষ করে দেবে? সততা ও সরলতা মায়া ও মমতাভরা প্রানের শক্তি যে কতোটাইনা জীবনীশক্তিতে ভরপুর! আমি ফের ক্লান্ত হই বা না হই,সৃষ্টির উন্মাদনায় একা একা হেটে যাই,যেভাবে নি:স্বার্থ সব জগৎবিখ্যাত আমাদের পূর্বপুরুষরা অন্তহীন অবিচার কুৎসিত সমাজের মানুষের ঈর্ষা সমালোচনা আঘাত নয়তুবা প্রতারনা সয়ে হেটে গেছেন। আমি ঠিক তাদের পথেই হাটছি। ফারাক এটুকুই তারা নষ্টদের এড়িয়ে গেছেন, আমি ছেড়ে দিয়ে যেতে আসিনি। আমি শেষটা উপভোগ করতেই বেঁচে আছি,বেঁচে থাকি।