ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ দেখবেন হাসিনা–মোদি
সৌরভের আমন্ত্রণ নিয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলে এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসানও এ নিয়ে সাংবাদিকদের নিশ্চিত কিছু বলতে পারলেন না, সৌরভের সঙ্গে আমার কথা হয়েছে। আমন্ত্রণ দেওয়ার কথা। তবে প্রধানমন্ত্রীর কাছে সেটা পৌঁছেছে কিনা ঠিক জানি না। ক্রিকেট ম্যাচ উপলক্ষে ভারতে দুই দেশের প্রধানমন্ত্রী সবশেষ দেখা গেছে ২০১১ বিশ্বকাপে। মোহালিতে সেমিফাইনাল দেখতে এসেছিলেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এখন সৌরভের আমন্ত্রণে যদি শেখ হাসিনা-নরেন্দ্র মোদি উপস্থিত হন ইডেন, শুধু বাংলাদেশ-ভারত নয়; নিঃসন্দেহে ক্রিকেট বিশ্বেই সেটি হবে বড় ঘটনা। এদিকে,আইএএনএস কয়েকটি সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, ক্রিকেট উদযাপনকে অন্য মাত্রায় নিয়ে যেতে বেশ সিদ্ধহস্ত বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি)। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজনের সময় অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। এমনকি সাবেক পাকিস্তান অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও ছিলেন ওই ম্যাচের দর্শক।