ইন্টারনেটের দাম নির্ধারণ করে দেওয়া হবে: মোস্তাফা জব্বার
ইন্টারনেটের দাম নির্ধারণ করে দেওয়ার জন্য উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, মোবাইল ফোনের ভয়েস কলের মূল্য নির্ধারণ করা আছে, তবে ইন্টারনেটের ক্ষেত্রে কোনও সীমা নেই। ফলে যে যার ইচ্ছেমতো দামে ইন্টারনেট বিক্রি করছে। ইন্টারনেটের মূল্যসীমা নির্ধারণ করে দেওয়ার জন্য উদ্যোগ নেবো। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। এই অধিকার যেন মানুষের কাছে থাকে, আমি সে চেষ্টাই করব। ইন্টারনেটের ব্যান্ডউইথ কিনে ডাটা বিক্রি করা যাবে না। গ্রাহক যদি ব্যান্ডউইথ কিনতে চায়, তাহলে তাদের সে সুযোগ থাকতে হবে। ২০১৮ সালকে সরকারের জন্য একটি চ্যালেঞ্জের বছর উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছরই সরকার তার মেয়াদ পূর্ণ করবে। তাই জনগণের দৃষ্টি এখন সরকারের দিকেই থাকবে। ফলে আমাদের সেভাবেই কাজ করতে হবে।