ইরাকের দক্ষিণাঞ্চলে জোড়া হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, প্রথম হামলায় একদল অস্ত্রধারী ইরাকের ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়া শহরের নিকটে অবস্থিত একটি রেস্তোরায় ঢুকে গুলি চালায়। এর কিছুক্ষণ পরেই, একটি চেকপয়েন্টের পাশে এক গাড়িবোমা বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন ইরানী-ও রয়েছেন। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা এএফপি অনুসারে, এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা হাশাদ-আল শাবির সদস্যের ছদ্মবেশে থেকে হামলা চালিয়েছে। হাশাদ-আল শাবি ইরাকের রাষ্ট্রীয় পৃষ্ঠ-পোষকতার অধীনে থাকা বাহিনী। এরা মূলত একটি শিয়া-ভিত্তিক দল যারা ইরাকের সরকারী বাহিনীর সঙ্গে মিলে আইএসের বিরুদ্ধে লড়াই করেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn