এই দেশ চাইনা যেখানে আমার বাচ্চা নিরাপদ না
তওহীদ ফিতরাত হোসেন এর ফেসবুক স্ট্যাটাস থেকে- সিলেট মাফিয়া চক্রের দৌরাত্ম আশংখাজনক , ভয়ে ও লোভে বড় বড় নেতারাই তাদের গড ফাদার। সিলেটে ইংল্যান্ড প্রবাসী তিনজন বালক প্রহৃত হল গুন্ডাদের হাতে আজ তিনদিন। রক্তাত্ব ছবি দেখে মনে হচ্ছে তাদের হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। চিন্হিত সন্ত্রাসী তারা কিন্তু কোন প্রতিকারের ব্যবস্থা নাই। সন্ত্রাসবাদের গডফাদার এইসব নেতারা যখন ইংল্যান্ড আসেন আমরা প্রবাসীরা নির্লজ্জ বেহায়ার মতন তাদের নিয়ে মাথায় তুলি। আগামীতে প্রবাসীরা এই ইংল্যান্ডের মাটিতে সিলেটের বিগ নেইম নেতাদের একটু টাইট দেওয়া উচিত। কি অদ্ভুত এসব নেতারা ! ইংল্যান্ড এসে প্রবাসীরটা খায় আর দেশে ফিরে প্রবাসীর জমি দখল করে। দেশে বেড়াতে যাওয়া বাচ্চাকে রক্তাক্ত করে তারই পালিত গুন্ডা। নেতাদেরইবা কি দোষ। সন্ত্রাসী দু চারটা যদি না থাকেন তবে ষ্ট্যাটাস যে থাকেনা। প্রবাসীরা একত্রে আওয়াজ দিন। আজ প্রতিহত না করতে পারলে আগামীতে জন্মভুমি ভুলে যান। বলুন এই দেশ আমি চাইনা যেখানে আমার বাড়ী ও বাচ্চা নিরাপদ না।