সিলেট জেলা বারের সদস্য এডভোকেট টি.এম মুহী উদ্দীনের (মাহি) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা জজশিপ ও সিলেট কালেক্টরেটের অধীনে সকল আদালতে আইনজীবীরা পূর্ণ দিবস কর্মবিরতি ও প্রতিবাদ মিছিল করেছে। সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সোমবার সকাল ১১টায় আদালত পাড়া থেকে মৌন প্রতিবাদ মিছিলটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ উক্ত প্রতিবাদ সভা এবং মৌন মিছিলে অংশগ্রহণ করার জন্য সমিতির সিনিয়র সদস্য ও সুধীজন সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি সমিতির সদস্য এডভোকেট টি.এম মুহী উদ্দীন (মাহি) ঈদের দিন নিজ গ্রামে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীগণ কর্তৃক গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে দায়েরকৃত মামলায় মূল আসামিদেরকে  গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচার আইনে মামলার বিচারকার্য পরিচালনার জোর দাবি জানান। একই সঙ্গে আইনজীবী সমিতির সকল আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট টি.এম মুহী উদ্দীন (মাহি’র) সকল মামলা একযোগে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে মর্মে অবহিত করেন। ঘটনার প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সহিত এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভা ও মৌন মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এডভোকেট এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী (মিন্টু), এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সিলেটের বিজ্ঞ জি.পি. এডভোকেট খাদেমুল মিল্লাত মো. জালাল, বিজ্ঞ ভি.পি. জি.পি. এডভোকেট মো. রাজ উদ্দিন, সমিতির সিনিয়র সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি-২ এডভোকেট জেবুন নাহার সেলিম, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট এ.এস.এম আব্দুল গফুর, এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, এডভোকেট দীনা ইয়াসমিন, সিনিয়র সদস্য এডভোকেট মিনহাজ উদ্দিন খান, এডভোকেট মো. নিজাম উদ্দিন, এডভোকেট অশেষ কর, এডভোকেট শহিদুজ্জামান, সাবেক সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই, কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আকমল খান, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট  মোহাম্মদ এজাজ উদ্দিন, লাইব্রেরি সম্পাদক এডভোকেট বিকাশ রঞ্জন অধিকারী, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. এমদাদুল হক, সহ-সম্পাদক এডভোকেট দিলরুবা বেগম কাকলী, সহ-সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ শিপন, সহ-সম্পাদক এডভোকেট প্রবাল চৌধুরী (পুজন), সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মো. বেলাল উদ্দিন, এডভোকেট মো. গোলাম রাজ্জাক চৌধুরী, এডভোকেট আব্দুল মজিদ খান (মানিক), এডভোকেট ফজলুল হক সেলিম, এডভোকেট মোস্তফা দিলওয়ার আল-আজহার, এডভোকেট মো. জোবায়ের বখত জুবের, সিনিয়র সদস্য এডভোকেট কামাল হোসেন, এডভোকেট সালমা সুলতানা, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, এডভোকেট রাশিদা সাইদা খানম, এডভোকেট আসমা বেগম, এডভোকেট আবুল ফজল, এডভোকেট মো. ফখরুল ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন শামিম, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান (ফাহমি), এডভোকেট জয়নুল হোসেন রুবেল, এডভোকেট ফারহানা রব সাথী, এডভোকেট টি.এম তাহমিনা তাফাস্‌সুম, এডভোকেট ডালিয়া বেগমসহ উক্ত প্রতিবাদ সভা ও মৌন মিছিলে সমিতির প্রায় ছয় শতাধিক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn