এমপি রতনের অঙ্গিকার-আগামী ফসল উঠা পর্যন্ত ‘তাহিরপুরে’র শিক্ষার্থীর বেতন দেব
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন,‘হাওরের ফসল রক্ষা বাঁধে যারা দুর্নীতি করেছে তাদের কিছুতেই ছাড় দেয়া হবে না। আগামী বোরো ফসল ওঠার পূর্ব পর্যন্ত কৃষকদের ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হবে।’ শনিবার বিকালে তাহিরপুর পূর্ববাজারে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তাহিরপুর উপজেলার সকল শিক্ষার্থীর মাসিক বেতন আগামী বোরো ফসল উঠার আগ পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে পরিশোধ করবেন। হাওরপাড়ের জেলেদের অবাধে মাছ মারার সুযোগ করে দেয়া হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন কৃষকদের সার, বীজসহ সকল ধরনের কৃষি ঋণের সুবিধা প্রদান করা হবে। তাহিরপুরে আরো ৮ হাজার ভিজিএফ কার্ড বৃদ্ধি করা হবে। তিনি বলেন, বিএনপির সময়ে তারা বিদ্যুৎ নিয়ে দুর্নীতি করেছে। আর আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে সারাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, হাজী আলখাছ উদ্দিন খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জলিল তালুকদার, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, অধ্যক্ষ জুনাব আলী, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা কৃষকলীগ আহবায়ক অনুপম রায়। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন। এর আগে তিনি শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন, বালিজুড়ি ইউনিয়ন ও বড়দল দক্ষিণ ইউনিয়নে ভিজিএফের জনপ্রতি ৩৮ কেজি চাল ও নগদ ৫শ টাকা ত্রাণ সহায়তা প্রদান উদ্বোধন করেন।