এমসি কলেজের গণধর্ষণের ঘটনায় অর্জুনের দায় স্বীকার
বার্তা ডেক্স: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলায় রিমান্ডে থাকা আটজনের মধ্যে ৩ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, রবিউল ইসলাম ও অর্জুন লস্কর আদালতে জবানবন্দি দিইয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কড়া পুলিশ পাহারায় তাদেরকে অতিরিক্ত মুখ্য মহানগর বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমানের এজলাসে নিয়ে আসা হয়। মামলার ৪ নম্বর আসামি ছাত্রলীগ নেতা অর্জুন লষ্কর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর সাইফুর রহমান ও রবিউলের জবানবন্দি গ্রহণ করা হয়। এর আগে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) এই তিনজনকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, রিমান্ডে থাকা আটজনের মধ্যে এজাহারভুক্ত তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছা প্রকাশ করলে তাদের আদালতে নেয়া হয়েছে।